সারাদেশ

কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আহম্মেদুল কবির, কুড়িগ্রাম :

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস/২৩ উপলক্ষে কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের আয়োজনে গতকাল ২৫ নভেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন- এই বিষয়কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নারীনেতৃগন উক্ত সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, লিখিত বক্তব্য পাঠ করেন লিগাল এইড সম্পাদক ঝুমা ঘোষ সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি  রাজু.মোস্তাফিজ,সাঃসম্পাদক ফারুক হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার প্রমূখ। সম্মেলনে নারী নেতৃবৃন্দ উক্ত দিবস উদযাপনে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং দিবস পালনে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।