সারাদেশ

কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে মো: জাফর আলীর পদত্যাগ পত্র দাখিল

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম‌্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো: জাফর আলী পদত্যাগ পত্র দাখিল করেছেন। জানা যায়,আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঢাকায় অবস্থানরত সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সংসদ নির্বাচনে দলীয় ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দি‌কে মন্ত্রণালয়ে গি‌য়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।

তিনি আশা প্রকাশ করে বলেন,জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করার পাশাপাশি দল‌কে আরও শক্তিশালী করার জন্য কুড়িগ্রাম সদর সংসদ সদস্য হি‌সে‌বে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা কর‌ছি, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক বিবেচনায় আমা‌কে কুড়িগ্রাম-২ আসন থেকে ম‌নোনয়ন দেবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী সহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় ম‌নোনয়নপত্র কিনেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।