আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরাসরি মাঠ পর্যায়ের কৃষক থেকে সবজি কিনে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষ জনের মাঝে স্বল্পমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করেছে।
গত ১৭ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম খলিগঞ্জ বাজারে এই কার্যক্রম শুরু করা হয়। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা এই কার্যক্রম আজ থেকে শুরু করেছি এবং এ কার্যক্রম চলমান থাকবে। উপজেলা পর্যায়ও এ কার্যক্রম বর্ধিত করা হবে। উপস্থিত কয়েকজন দরিদ্র ক্রেতা প্রতিপিচ লাউ ২০টাকা, প্রতি কেজি ফুলকপি ২০টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১-২ টাকা ক্রয় করে ছাত্রলীগের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।