কুড়িগ্রাম থেকে আহম্মেদুল কবিরঃ
গতকাল ১৫নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণায় তৎক্ষণাৎ কুড়িগ্রামে আওয়ামী লীগের আনন্দ মিছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামন থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কে স্বাগত জানিয়ে বলেন, রাজপথে থেকে বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেয়া হবে পাশাপাশি তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীক- এ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান।