সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে বাসার গ্রিল কেটে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ

শেরপুর থেকে আনোয়ারুল সাদ্দাত সুইটঃ  

শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের ইদ্রিস আলী ফারুকীর বাসার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই বাড়ির মালিক ইদ্রিস আলী ফারুকী।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার (১২ নভেম্বর ) আনুমানিক রাত ৩ টায় অজ্ঞাত ৮ থেকে ১০ জন লোক পাকা বাসার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৫ হাজার টাকা, জমির দলিলাদি ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চুরি করে নিয়ে যায়। পরে বাসায় অবস্থান করা ইদ্রিস আলী ফারুকী ও তার স্ত্রী জেগে ওঠে ডাকাডাকি এবং চিৎকার শুরু করলে চোরের দল দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় আ.ব.ম ইদ্রিস আলী ফারুকী বাদী হয়ে শ্রীবরদী থানায় ৮ থেকে ১০ জন কে অজ্ঞাতনামা আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমরা বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে অবগত হয়ে তাৎক্ষণিক ফোর্স প্রেরণ করি। এখন বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।